টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় আধিপত্য বিস্তার করেছে মিউচ্যুয়াল ফান্ড। আলোচ্য সপ্তাহে তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টিই মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গেইনার তালিকার শীর্ষে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ডের দর বেড়েছে ২৪.৫১ শতাংশ।

সপ্তাহজুড়ে ফান্ডটির ৭ কোটি ৭৫ লাখ ৭২ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ছিল এক কোটি ৫৫ লাখ ১৪ হাজার  টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। বিদায়ী সপ্তাহে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ১২.২০ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটির  এক কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকার ইউনিট লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ছিল ২২ লাখ ৫৫ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৭ দশমিক ৬৯ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইম্পলোয়েস প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫৮ শতাংশ, সিটি ব্যাংক ৫ দশমিক ৩২ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ৫ দশমিক ১৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ৪.৭৬ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ৪.৭৬ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৪.৬২ শতাংশ ও গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৮১ শতাংশ দর বেড়েছে।

আরএম/