‘নারীদের মাংসের টুকরোর সঙ্গে তুলনা করেন ট্রাম্প’

নৈতিকভাবে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে মন্তব্য করেছেন এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমি। রোববার রাতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য এ মন্তব্য করেছেন তিনি।

অনুষ্ঠানটির উপস্থাপক জর্জ স্টেফানিওপোলস ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে যোগ্যতা নিয়ে প্রশ্ন করলে এফবিআইর সাবেক পরিচালক এ কথা বলেন। তিনি বলেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি, যে কি না নারীদের মাংসের টুকরোর সঙ্গে তুলনা করেন। যে কি না ছোট বা বড় সব বিষয় নিয়েই অনবরত মিথ্যা বলে চলেছেন।

কোমি বলেন, ট্রাম্প একের পর এক প্রতিষ্ঠানিক ও সাংস্কৃতিক মূল্যবোধের অসামান্য ক্ষতি করে চলছেন। যা প্রেসিডেন্ট হিসেবে তার মূল্যবোধ ধরে রাখতে ব্যর্থ হয়েছে।

এদিকে কোমির এ বক্তব্যের পর, ট্রাম্প এক টুইটবার্তায় বলেন, ইতিহাসের সবচেয়ে বাজে এফবিআই পরিচালক হিসেবে কোমি তার জায়গা করে নেবে।

জেমস কোমিকে গত বছর মে মাসে এফবিআইর পরিচালক পদ থেকে বহিষ্কার করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর এই প্রথম কোনো গণমাধ্যমের মুখোমুখি হলেন কোমি।

এস/