পদ্মা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল ২০১৭-২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

২০১৭-২০১৮ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪.১৮ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২০.৬৮ টাকা।

এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২৬.৭৮ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৬.৩৭ টাকা (ঋণাত্মক)।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১টায় চট্টগ্রামে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৯ ডিসেম্বর।