প্রতিমুহূর্তে স্বামী-সন্তানকে খুঁজছেন অ্যানি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে কাতর কন্ঠে প্রতিমুহূর্তে স্বামী-সন্তানকে দেখার জন্য বিলাপ করছেন আলামুন নাহার অ্যানি। নেপালে বিমান দুর্ঘটনায় আহত অ্যানি হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের কেবিনে ভর্তি আছেন। তার সঙ্গে আছেন তার বাবা ও একজন আত্মীয়। অ্যানি তার বাবার কাছে একটু পরপরই জানতে চাইছেন তার স্বামী ফারুক হোসেন প্রিয়ক ও মেয়ে প্রিয়ন্ময়ী কেমন আছে, কোথায় আছে?

অ্যানি স্বামী-সন্তান দু’জনই দূর্ঘ টনায় নিহত হয়েছেন।চিকিৎসা স্বার্থে তাকে বলা হলো, প্রিয়ক ও প্রিয়ন্ময়ীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় আহত যে তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, অ্যানি তাদের একজন। অন্য দুজন হলেন মেহেদী হাসান ও তার স্ত্রী কামরুন নাহার। এই তিনজন আত্মীয়। বিমান দুর্ঘটনায় যে ৪৯ জন মারা গেছেন, তার মধ্যে প্রিয়ক ও প্রিয়ন্ময়ী আছে। প্রিয়কদের বাড়ি গাজীপুরের শ্রীপুরে।

অ্যানিকে জানানো হয়নি যে উড়োজাহাজ দুর্ঘটনায় তাঁর স্বামী ও তাঁর মেয়ে মারা গেছে। তাই বারবারই মেয়ে আর স্বামীর কথা জানতে চাইছেন তিনি।

এমআর/