প্রথম দিনেই কাট্টালি টেক্সটাইলে ১৪৬% মুনাফা

লেনদেনের শুরুর প্রথম দিনেই কাট্টালি টেক্সটাইল লিমিটেডের শেয়ার থেকে ১৪৬ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। ১০ টাকা দরের কোম্পানির শেয়ার দর আজ ২৪.৪০ টাকায় ক্লোজিং হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, লেনদেনের প্রথম দিন শেষে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) কাট্টালি টেক্সটালের শেয়ার দর ১৪.৬০ টাকা বা ১৪৬ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার দর আজ ২৫ টাকায় ওপেন হলেও দিনশেষে কোম্পানিটির শেয়ার দর ২৪.৪০ টাকায় ক্লোজিং হয়। সারাদিন কোম্পানির শেয়ার দর ২২ টাকা থেকে ২৯.৯০ টাকা পর্যন্ত ওঠানামা করে। এদিন কোম্পানির ৮৩ লাখ ৯১ হাজার ৯৭৯টি শেয়ার মোট ১৪ হাজার ৮৪০ বার হাত বদল হয়। যার বাজার দর ২০ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৩.৯০ টাকা বা ১৩৯ শতাংশ। ১০ টাকা দরের কোম্পানির শেয়ার দর আজ ২০ টাকায় ওপেন হয়। সারাদিন কোম্পানির শেয়ার দর ২০ টাকা থেকে ২৬ টাকায় পর্যন্ত ওঠানামা করে। তবে দিন শেষে কোম্পানিটির শেয়ার দর ক্লোজিং হয় ২৩.০৯০ টাকায়। সিএসইতে প্রথমদিনে কোম্পানির ২৭ লাখ ৭৯ হাজার ৬৭১টি শেয়ার ৬ হাজার ৩৯২ বার হাতবদল হয়। যার বাজার দর ৬ কোটি ৭২ লাখ ৯৩ হাজার টাকা।