ভোট নিয়ে ২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যায়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও এখনো নির্বাচনের যাওয়া না যাওয়া নিয়ে সংশয়ে আছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ নিয়ে আজ শনিবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসবে জোটের শীর্ষ নোতারা। জোটের এক বিশ্বস্ত সূত্রে এতথ্য জানা গেছে।

সূত্রমতে, আজ বৈঠকে নির্বাচন, মনোনয়ন ও আগামী কর্মসূচী নিয়ে আলোচনা করবেন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। একই বিষয়ে আবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা ড. কামাল হোসেনের বাসায়ও বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ঐকফ্রন্টের র্শীষ নেতারা উপস্থিত থাকবেন।

জোট সূত্র জানায়, জোটগত বৈঠক ও ঐক্যফন্টের সঙ্গে বৈঠকে নেতাদের মতামত নেয়ার পর আগামীকাল রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তারপর সিদ্ধান্ত নেয়া হবে বিএনপি একাদশ জাতীয় নির্বাচনে যাবে কি না।

সূত্র আরো জানায়, নির্বাচনে জোটগতভাবে অংশ নিতে হলে বেশ কিছু সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন আছে। জোটগতভাবে প্রার্থী দিতে হলে তিন দিনের মধ্যে তা নির্বাচন কমিশনে জানাতে হবে। জোটের বৈঠকে এ বিষয়টিও আলোচনায় আসবে। ঘোষিত তফসিলে নির্বাচনে অংশ নেওয়া এবং সুষ্ঠু নির্বাচনের পথে কী কী প্রতিবন্ধকতা আছে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে বৈঠকে।

আজকের বাজার/এমএইচ