রাজশাহীতে পদ্মায় প্রাণ গেল স্কুলছাত্রের

Rajshahi

রাজশাহী নগরীর টি বাঁধের পূর্ব পাশে পদ্মার চোরাবালিতে আটকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে দমকল বাহিনী তার মরদেহ উদ্ধার করে।

নিহত স্কুলছাত্র নাজমুস সাকিব রাজশাহীতে কর্মরত আরটিভির ক্যামেরা পারসন সানোয়ার হোসেন সানুর ছেলে এবং নগরীর লোকনাথ স্কুলের ১০ শ্রেণির ছাত্র ছিল।

সানোয়ার হোসেন জানান, নগরীর টি বাঁধের পূর্ব পাশে পদ্মায় শুক্রবার বিকেল ৫টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় নাজমুস। সে সাঁতার কাটার জন্য সবার আগে নদীতে নামে। কিন্তু সেখানে চোরাবালি থাকায় সে তাতে আটকে যায়।

এরপর নাজমুসের বন্ধুদের মাধ্যমে খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান এবং রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছে কিন্তু ডুবুরি ছিল না। ফলে তাকে উদ্ধারের জন্য স্থানীয়ভাবে মাছ ধরা জাল ব্যবহার করা হয়।

পরে রাত ১০টার দিকে তার মরদেহ পাওয়া যায়।

রাজশাহী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পরিচালক আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের বাজার/একেএ