রাজশাহী, বরিশাল ও সিলেট সিটিতে নির্বাচনের তফসিল ঘোষণা

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৩ জুন) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ইসি।

এর আগে এই তিন সিটিতে ভোটের তারিখ ৩০ জুলাই নির্ধারণ করা হয়। অন্যদিকে নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৮ জুন পর্যন্ত।

এই সিদ্ধান্ত আগে নেওয়া হলেও আজ আনুষ্ঠানিকভাবে ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, আজ বুধবার থেকে এই তিন সিটিতে মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে। যা চলবে ২৮ জুন পর্যন্ত।

আর মনোনয়ন বাছাইয়ের তারিখ ১-২ জুলাই। এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই। এরপর ভোট ৩০ জুলাই।

আজকের বাজার/এমএইচ