রূপালী ব্যাংকের সাথে হাবিপ্রবির ঋণ চুক্তি

রূপালী ব্যাংক লিমিটেড হাবিপ্রবি শাখার সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুইশত কোটি টাকার গৃহ নির্মাণ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ভিসির অফিস কক্ষে অনুষ্ঠিত ঋণ চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম এবং রূপালী ব্যাংক লিমিটেড হাবিপ্রবি শাখার পক্ষে ব্যবস্থাপক পবিত্র কুমার রায় চুক্তিতে স্বাক্ষর করেন।

গৃহ নির্মাণ ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম, রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের মহাপরিচালক অরুণ কান্তি পাল, রূপালী ব্যাংক লিমিটেড রংপুর জোনের বিভাগীয় প্রধান মো. মজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মিজানুর রহমান, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজার রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. চাঁদ আলীসহ বিশ্ববিদ্যালয় ও ব্যাংকের ঊর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন এই ঋণ যথাযথ ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাড়ী নির্মাণ ও জীবন যাত্রার মান্নোয়নে সহায়ক হবে বলে আমি মনে করি।

আরএম/