লা লিগায় আজ রিয়ালের মুখোমুখি মালাগা

আজ রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে মালাগা।

ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়।

লিগে শিরোপার আশা নেই, মৌসুমটা অন্তত টেবিল টপার বার্সেলোনার পেছনে থেকেই শেষ করতে চাইছেন রিয়াল বস জিনেদিন জিদান। তাই মালাগাকে হাল্কা ভাবে না নেওয়ার পরামর্শ রিয়াল কোচের।

লা লিগায় শিরোপা লড়াইয়ে না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপায় চোখ রেখেছে মাদ্রিদ জায়ান্ট রিয়াল। লিগে মালাগার বিপক্ষে ম্যাচ বাদ দিয়ে য়্যুভেন্তাসের জালে রোনালদোর পেনাল্টি শট নিয়ে কাটা-ছেড়া চলচে এখনো। শেষ মুহুর্তে রেফারি মাইকেল অলিভারের পক্ষ থেকে রোনালদোর নিয়ে কোন অবজেকশন না এলেও সমালোচনা চলছে য়্যুভেন্তাসের ফুটবলার আর সমর্থকদের।

রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি রিয়াল মাদ্রিদ, কেউই সে ইতিহাস বদলাতে পারবেনা।

৩১ ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে লস ব্লাঙ্কোরা। টেবিল টপে থাকা বার্সেলোনা থেকে পিছিয়ে আঠার পয়েন্ট। দুই থাকা অ্যাতলেতিকো রিয়াল থেকে এগিয়ে চার পয়েন্ট আর তিনে থাকা ভ্যালেন্সিয়ার রয়েছে এক পয়েন্ট বেশি।

আজকের বাজার/আরজেড