শীতের আগমনী বার্তা পাহাড়ে

প্রতিকী ছবি
প্রতিকী ছবি

হ্রদ আর উচুনীচু পাহাড় বেষ্টিত পার্বত্য এলাকায় শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে ক্ষণে ক্ষণে। ক্রমেই কমছে বাতাসের আর্দ্রতা আর বাড়ছে হিমেল ঠান্ডা পরশ। বর্তমানে দিনের বেলায় গরম ও রাতের বেলায় বেশ শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে ভোর বেলায় কাঁথা শরীরে মুড়িয়ে নিতে হচ্ছে।
তিন পার্বত্য জেলায় শীতের আগমন জানান দিচ্ছে কুয়াশার উপস্থিতিতে। ভোরবেলা কুয়াশায় ঢাকা পড়ছে সবদিক।

দিনের বেলা বেশ গরম থাকলেও সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাতভর বৃষ্টির মত টুপটুপ করে কুয়াশা ঝরতে থাকে। বিশেষ করে ধানের শীষে কুয়াশা বিন্দু বিন্দু জমতে দেখা যায়। সকালে যারা ঘাসের ওপর দিয়ে হাঁটাচলা করেন কুয়াশার কারণে তাদের কাপড় ভিজে যায়।
জুম চাষি অমল চাকমা জানান, প্রচন্ড গরমে জনজীবন যখন কাহিল, তখনই শীত প্রশান্তির বার্তা নিয়ে উপস্থিত হয়েছে।

এ শীতের আগমনী বার্তাকে কেন্দ্র রাঙ্গামাটি শহরগুলোতে চলছে শীতের পিঠা মহোৎসব। এ সবের মধ্যে রয়েছে ভাপা পিঠা, কলা পিঠা, বিনি পিঠা, চিতল পিঠা, কুলি পিঠা। পিঠা খেতে ভিড় জমেছে আড্ডাস্থাগুলোতে।

এদিকে শীতের প্রকৌপের কারণে সর্দি, কাশি, মাথাব্যাথাসহ নানান রোগের আক্রান্ত হচ্ছে অনেকে। তবে পরামর্শকরা জানান, একটু সচেতন হলেই এসব থেকে পরিত্রাণ সম্ভব।

সূত্র – বাসস