অধ্যাপক আনিসুজ্জামানের দাফন সম্পন্ন

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন প্রয়াত আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান।

তিনি আরও জানান, সকাল ৯টার দিকে মারকাজুল ইসলামের একটি দল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে অধ্যাপক আনিসুজ্জামানের দাফনের প্রস্তুতি সম্পন্ন করে।

তারপর, তাকে আজিমপুরে নিয়ে আসা হয়। সেখানে জানাজা নামাজ ও অন্যান্য প্রস্তুতির পাশাপাশি গার্ড অব অনার জানিয়ে তাকে দাফন করা হয়।

অধ্যাপক আনিসুজ্জামান করোনা পজিটিভ হওয়ায় তার পরিবারের সব সদস্য দাফনে অংশ নিতে পারেননি বলেও জানান তিনি।

তবে, আনিসুজ্জামানের ভাই আখতারুজ্জমান, ছেলে আনন্দ জামান ও মেয়ের জামাই আজিমুল হক পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশ নেন।

এছাড়াও, উপস্থিত ছিলেন সংষ্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বেঙ্গল ফাউন্ডেশনের আবুল খায়ের লিটু।

উল্লেখ্য, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান গতকাল ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ২৭ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় অধ্যাপক আনিসুজ্জামানকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হার্টের সমস্যার পাশাপাশি ৮৩ বছরের এই অধ্যাপক কিডনি, ফুসফুস ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছিলেন।