অন্য বাহিনী ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামবে সেনা: ইসি শাহাদাত

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো প্রতিকূল পরিবেশ নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও বিজিবি ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী কাজ করবে।

নির্বাচনী সহিংসতা দমনে সশস্ত্র বাহিনী কোনো ভূমিকা পালন করছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও বিজিবি রয়েছে। যেখানে পুলিশ, র‌্যাব ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হবে সেখানে সেনাবাহিনী কাজ করবে। সশস্ত্র বাহিনী আমাদের শেষ অবলম্বন।’

বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর রাজধানীর নির্বাচন ভবনে কন্ট্রোল রুম পরিদর্শনে গেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শাহাদাত বলেন, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন করা হয়নি। অন্য বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তারা কাজ করবে।

তিনি বলেন, সিআরপিসির ১২৭-১৩২ ধারা অনুযায়ী সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে।

পরিস্থিতি সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে তনি বলেন, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কন্ট্রোল রুমের বিষয়ে ইসি বলেন, কন্ট্রোল রুম থেকে ২৯৯টি আসনের ভোটের পরিস্থিতি সরাসরি তদারকি করবে কমিশন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এখান থেকে নির্দেশনা দেয়া হবে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ