অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেল ইরাক

দীর্ঘ ৬ মাসের অচলাবস্থার পর অবশেষে ইরাকে নতুন প্রধানমন্ত্রী ও সরকার গঠিত হল।দেশটির পার্লামেন্ট বুধবার রাত ১২ টায় মোস্তফা আল কাজেমিকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে। খবর আলজাজিরার।

বুধবার ইরাকের পার্লামেন্টে অনুষ্ঠিত এক আস্থাভোটে মোস্তফা আল কাজেমির নেতৃত্বাধীন মন্ত্রিসভা জয়ী হয়েছে। রাত ৯টায় আস্থাভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংসদের বিভিন্ন গ্রুপের মধ্যে মতবিরোধের কারণে তা রাত ১২টায় পিছিয়ে যায়।

২০১৯ সালের ২৯ নভেম্বর আদিল আব্দুল মাহদি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর গত কয়েক মাসে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে ইরাকের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দেয়। এই সময়ের মধ্যে কয়েকজন ব্যক্তিকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেয়া হলেও শেষ পর্যন্ত তারা আস্থাভোটে পরাজিত হন।

এরপর গত ৯ এপ্রিল মোস্তফা আল কাজেমিকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেয়া হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকের পর তিনি সংসদে মন্ত্রীদের তালিকা পেশ করেন।

শপথ নিয়ে নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি বলেছেন, করোনাভাইরাস মোকাবেলা এবং বিক্ষোভের সুরাহা করাই নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।