অবশেষে পাকিস্তানে গড়াল টেস্ট, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

২০০৯ সালে লাহোরে লঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর এতদিন পর্যন্ত সাদা পোশাকে কেউ সেখানে খেলতে যায়নি। অবশেষে ক্রিকেটের অভিজাত সংস্করণে লঙ্কানরাই প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিল পাকিস্তানকে।

সীমিত ওভারের ক্রিকেট অপেক্ষাকৃত দুর্বল দল পাঠালেও মর্যাদার টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য সেরা দল নিয়ে মাঠে নেমেছে সিংহলিরা। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। দুই ওপনার দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দোর সাবলীল ব্যাটিংয়ে প্রথম ঘণ্টা অনায়াসে পার করেছে লঙ্কানরা। এরই মধ্যে ওপেনিং জুটিতে ৫০ রান স্কোরবোর্ডে জমা করেছে তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে ৭১ রান।

এ বছরের শুরুতে নেতৃত্ব হারানো দিনেশ চান্দিমাল জায়গা পেয়েছেন একাদশে। অভিজ্ঞ পেসার সুরঙ্গ লাকমালের চোটে আসিথা ফার্নান্দো স্কোয়াডে এলেও একাদশে জায়গা পাননি। আর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দ দেখিয়ে ১০ বছর পর টেস্টে ফিলেও সাইডবেঞ্চে রইলেন ফাওয়াদ আলম। হারিস সোহেলকে সুযোগ দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুণারত্নে, ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দিলরুয়ান পেরেরা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

পাকিস্তান একাদশ : শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, উসমান শিনওয়ারি, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদি।

আজকের বাজার/আরিফ