অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, রোহিঙ্গারা জালিয়াতি করে ভোটার হয়েছে। এই কাজের সঙ্গে নির্বাচন কমিশনের যেসব অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার সকালে রংপুর ডিসি সম্মেলন কক্ষে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের দিকে সবার চোখ। এজন্য তিনি সংশ্লিষ্ট সব কর্মকার্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান। যেকোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পেলেই ভোটগ্রহণ বন্ধ করার নির্দেশও দেন তিনি।

তিনি আরো বলেন, নির্বাচন উপলক্ষে কমিশনসহ সব বাহিনীর প্রস্তুতি এবং ইভিএমের প্রশিক্ষণ শেষ হয়েছে।

ডিসি আসিব আহসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীরসহ পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজকের বাজার/এমএইচ