‘অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে সেমিনার অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক সম্প্রতি ‘অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক সেমিনার আয়োজন করে। রাজধানীর ফারস্ হোটেল এন্ড রিসোর্টসে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান আবু হেনা মোহাঃ রাজী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউয়ের অপারেশনাল হেড ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মতিউল হাসান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের এসইভিপি ও ডেপুটি ক্যামেলকো শামীম আহম্মদ এবং ব্যাংকের ট্রেনিং ইন্স্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।