মোবাইল কিনতে মন্ত্রী-সচিবরা পাচ্ছেন ৭৫ হাজার টাকা

সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেনার জন্য  ৭৫ হাজার করে টাকা পাবেন।

সোমবার (২১ মে) এ সংক্রান্ত ‘সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা, ২০১৮’ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা জানান।

সচিব বলেন, মোবাইল ফোনের বিল সরকার বহন করবে। এ ছাড়া যুগ্ম সচিবরা মোবাইল বিল বাবদ ১ হাজার ৫০০ টাকা পাবেন।

শফিউল আলম জানান, সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮ অনুমোদন দেওয়া হয়। এটি প্রস্তাব আকারে পেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সচিব আরও বলেন, এ নীতিমালার আওতায় সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

আজকের বাজার/একেএ