আইআইডিএফসি আসবে পুঁজিবাজারে, ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স 

পুঁজিবাজারে আসতে চায় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি)। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসবে কোম্পানিটি। এই লক্ষ্যে এ এ এ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে  কোম্পানিটি।

মঙ্গলবার আইআইডিএফসির প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিল চেম্বার বিল্ডিংয়ে এই চুক্তি সই হয়। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং এএএ ফাইন্যান্স এন্ড  ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মো. ওবায়দুর রহমান এফসিএস।এসময় উপস্থিত ছিলেন এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান খাজা আরিফ আহমেদ।

এসময় আইআইএফডিসি’র ব্যাবস্থাপনা পরিচালক বলেন, আমরা পুঁজিবাজার থেকে প্রায় ৪০ কোটি টাকা উত্তোলন করতে চাই। একই সাথে আগামী ৫ বছরের মধ্যে আইআইডিএফসি এনবিএফাই এর মধ্যে দেশের শীর্ষ ৩ টার মধ্যে একটা থাকবে। যার ফলে পুঁজিবাজারের বিনিয়োগকারীরাও এর সুবিধা ভোগ করতে পারবে।

তিনি আরো বলেন, অনেক সময় বিনিয়োগকারীরা ভয়ে থাকে যে আইপিওতে এসে আবার টাকা নিয়ে চলে যায় কিনা? অন্তত এখানে সেই ভয়টা নেই। কারন এখানে শেয়ার হোল্ডার হিসেবে রয়েছে দেশের শুনামি এবং একাধিক বড় বড় প্রতিষ্ঠান।

এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট’র চেয়ারম্যান বলেন, আইআইডিএফসির মত গুড গভর্নেন্স নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট অনেক কম রয়েছে। কারন তাদের পরিচালনা পর্ষদে রয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য এটা একটা অনেক ভালো ইন্সট্রুমেন্ট হবে।এই ইস্যু পুঁজিবাজারে আসলে পুঁজিবাজারের সাথে সাথে  বিনিয়োগকারীরাও উপকৃত হবেন।

এসময় এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট’র ব্যাবস্থাপনা পরিচালক মো. ওবায়দুর রহমান এফসিএস বলেন, এই ইস্যুটা অনেক ভালো করবে কারন দেশের প্রথম সারির নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউটের মধ্যে আইআইডিএফসি অন্যতম।এই ইস্যু পুঁজিবাজারে আসলে বিনিয়োগকারীরা লাভবান হবেন।

চুক্তি সই অনুষ্ঠানে আইআইডিএফসি’র  সিএফও ও কোম্পানি সচিব মো. শামীম আহমেদ এফসিএ সহ উভয় প্রতিষ্টানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাকির