আইইইই’র স্বীকৃতি পেল বাংলাদেশ ইউনিভার্সিটি 

প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন ইনষ্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) এর স্বীকৃতি পেলো দেশের অন্যতম বেসরকারি বিশ^বিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি। সম্প্রতি আমেরিকার নিউজার্সিতে অবস্থিত আইইই (IEEE) বাংলাদেশ ইউনিভার্সিটিকে স্টুডেন্ট ব্রাঞ্চ খোলার স্বীকৃতি প্রদান করেন।

সাধারণত বেশ কয়েকটি মানদন্ড অনুসরণ ও যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে আইইইই এর বোর্ড অব অ্যাক্রিডিটেশন এ স্বীকৃতি প্রদান করে থাকে। বাংলাদেশ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ অ্যাক্রিডিটেশন প্রাপ্তির সবকটি মানদন্ড সঠিকভাবে অনুসরণ করার ফলে এ স্বীকৃতি অর্জন করেছে।

এই সনদ প্রাপ্তির ফলে এখন থেকে বাংলাদেশ ইউনিভার্সিটির ইইই ও সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সংগঠনের সদস্য হতে পারবেন। এর ফলশ্রæতিতে আইইইই বাংলাদেশ ইউনিভার্সিটি স্টুডেন্ড ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত বিভিন্ন সেমিনার এবং গবেষণা কাজে যুক্ত হওয়ার পাশাপাশি এর সদস্যদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের শিক্ষামূলক প্রোগ্রাম, প্রশিক্ষণ এবং প্রকাশনার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।