আইসিইউতে কবি আল মাহমুদ

অসুস্থ হয়ে পড়ায় দেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কবি পরিবারের সহকারী আবেদ আজম জানান, অসুস্থতার কারণে কবি আল মাহমুদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ড. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) রাখা হয়েছে।

তিনি বলেন, ‘কবি আল মাহমুদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন।

মীর আব্দুস শুকুর আল মাহমুদ, যিনি আল মাহমুদ নামে পরিচিত, তিনি বাংলাদেশের একজন প্রধানতম কবি, ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক।

উনিশ শতকে আল মাহমুদ সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে আবির্ভূত হন।

১৯৫০ এর দশকে বাঙলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনৈতিক ও অর্থনৈতিক নির্যাতনের ঘটনা, এবং পশ্চিম পাকিস্তানি সরকারের বিরুদ্ধে সংগ্রামের মতো ঘটনাগুলো তার লেখালেখিতে ফুটে উঠে।

কবি আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের নিকটবর্তী এই গ্রামে শৈশব ও মাধ্যমিক শিক্ষায় দিন কাটিয়ে ছিলেন তিনি।

আল মাহমুদ সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৬৩ সালে তার লোক লোকান্তর গ্রন্থ প্রকাশ হওয়ার পর তিনি ব্যাপক পরিচিত লাভ করেন।

বাংলা সাহিত্যে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার এবং কবি জসিম উদ্দিন পুরস্কারে ভূষিত হন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ