আইসিএসবি’র কনভোকেশন শনিবার, চার্টার্ড সেক্রেটারির সনদ পাচ্ছে ৯৯জন

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-আইসিএসবি’র ৭ম ন্যাশনাল কনভোকেশন ২০১৮ অনুষ্ঠিত হবে আগামী শনিবার ১০ নভেম্বর। এবছর কোয়ালিফাইড চার্টার্ড সেক্রেটারিয়েট সনদ পাচ্ছেন ৯৯জন । সফলভাবে চার্টার্ড সেক্রেটারিয়েটের আড়াই বছরের কোর্স সম্পন্ন করেছেন তারা। উত্তীর্ন হওয়া এই ৯৯জনের হাতে সনদ তুলে দেওয়া হবে। আইসিএসবি’র দায়িত্বশীল কর্মকর্তা আজকের বাজারকে এসব তথ্য জানিয়েছেন।

সূত্রমতে, শনিবার বেলা ৩টায় ঢাকার হোটেল রেডিশন ব্লু ওয়াটার গার্ডেনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সিকিউকে মোস্তাক আহমেদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস।

অনুষ্ঠানটিতে কনভোকেশন বক্তা থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান এবং কনভোকেশন প্রোফাইল রিলিজ করবেন আইসিএসবি’র কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট ইতরাত হোসেন, এফসিএস।

কনভোকেশন বিজয়ী সনদ প্রাপ্তদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখবেন কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাফিয়ার রহমান এফসিএস।

এবছরও এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকবে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যবিষয়ক নিউজ পোর্টাল আজকের বাজার

উল্লেখ্য,  ওই দিনে একই স্থানে আইসিএসবি আয়োজিত আরো দু’টি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান দুটি হলো “৫ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গর্ভনেন্স এক্সিলেন্স ২০১৭” এবং “৭ম ন্যাশনাল কনভেনশন”। এবছর ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গর্ভনেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ১১টি খাতের ২৮টি প্রতিষ্ঠানকে দেওয়া হবে।

“৫ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গর্ভনেন্স এক্সিলেন্স ২০১৭” অনুষ্ঠানটি ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্চ কমিশন-বিএসইসি’র চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ, এফসিএস। অনুষ্ঠানে আইসিএসবি‘র কর্পোরেট গর্ভনেন্স প্রদান বিষয়ে ডকুমেন্টারি প্রেজেন্টেশন করবেন আইসিএসবি’র সাবেক প্রেসিডেন্ট ইতরাত হোসেন, এফসিএস।

৭ম ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠানটি ওই দিন সকাল ৯টায় শুরু হবে। দুটি টেকনিক্যাল সেশনে বিভক্ত হয়ে অনুষ্ঠানটি চলবে দুপুর ১.৩০টা পর্যন্ত।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সুহেল আহমেদ চৌধুরী। অনুষ্ঠানের উপর বিষয়ভিত্তিক সূচনা উপস্থাপনা করবেন আইসিএসবি’র সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বুল হাসান, এফসিএস। অনুষ্ঠানে স্যুভেনির প্রকাশ করবেন সাবেক প্রেসিডেন্ট ইতরাত হোসেন।

৭ম ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠানের প্রথম টেকনিক্যাল সেশনের মূল প্রতিপাদ্য বিষয় হল, “এমপাওয়ারিং দ্যা চার্টাড সেক্রেটারিজ প্রফেশন থ্রো লেজিসলেশন”। এ বিষয়ের ওপর মুল প্রবন্ধ উপস্থাপনা করবেন আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ, এফসিএস এবং মুল প্রবন্ধের উপর আলোচলায় অংশ নেবেন আইসিএসবি’র কাউন্সিল সদস্য মোহাম্মদ আজিজুর রহমান, এফসিএস ও সাবেক কাউন্সিল সদস্য হুসাইন সাদাত, এফসিএস। এই সেশনের সভাপতিত্ব করবেন সাবেক বানিজ্য সচিব সুহেল আহমেদ চৌধুরী।

৭ম ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠানের দ্বিতীয় সেশনের মূল প্রতিপাদ্য বিষয় থাকবে “এমপাওয়ারমেন্ট অব চার্টাড সেক্রেটারিজ টু এনশিওর গুড গর্ভনেন্স”। এ বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপনা করবেন আইসিএসবি’র কাউন্সিল মেম্বার মোহাম্মদ শহীদ ফারুকী, এফসিএস। সভাপতিত্ব করবেন ফাইন্যন্সশিয়াল রির্পোটিং কাউন্সিলের চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ এবং মুল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেবেন ইনস্টিটিউট এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এন.জি চক্রবর্তী, এফসিএস ও বর্তমান কাউন্সিল সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, এফসিএস।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ দ্বারা প্রতিষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এই পেশার উন্নয়নকল্পে পরিচালনা করে আসছে চার্টার্ড সেক্রেটারিশিপ (সিএস) প্রফেশনাল কোর্স। ইতিমধ্যেই এই প্রতিষ্ঠান থেকে প্রায় ৪শত এর অধিক শিক্ষার্থী সিএস কোর্স সম্পন্ন করেছেন এবং প্রত্যেকেই দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করছেন।যার মধ্যে আইসিএসবি’র ফেলো মেম্বার রয়েছেন ১শত ৯৪জন। আর এসোসিয়েট মেম্বার রয়েছেন ৩শত জন।

জাকির/আজকের বাজার