আইসিটি খাতে বরাদ্দ প্রস্তাব ১ হাজার ৪১৫ কোটি টাকা

২০২০-২১ অর্থ বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জন্য ১ হাজার ৪১৫ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
চলতি অর্থ-বছরে (২০১৯-২০) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বরাদ্দকৃত বাজেটের পরিমাণ ১ হাজার ৯৩০ কোটি টাকা নির্ধারণ করা হলেও সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৯২ কোটি টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২০-২১ অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় একথা জানান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে মঞ্জুরি ও বরাদ্দ দাবীসমূহে বলা হয়েছে, প্রস্তাবিত বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ৩৬৬ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১ হাজার ৪৮ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় করা হবে।