আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মুস্তাফিজ

আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার ঘোষিত আইসিসির ২০১৮ সালের বর্ষসেরা একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন তিনি।

২০১৮ সালে ২১.৭২ গড়ে ১৮ ওয়ানডেতে ২৯ উইকেট নেয়া মুস্তাফিজ ওই বছরই অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে ফাইনালে নিতে বড় ভূমিকা রেখেছিলেন।

আসিসি ঘোষিত বর্ষসেরা একাদশে ভারত ও ইংল্যান্ড থেকে ৪ জন করে এবং বাংলাদেশ, নিউজিল্যান্ড ও আফগানিস্তান থেকে ১ জন করে জায়গা পেয়েছেন।

তবে অবাক হলেও সত্যি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্টইন্ডিজ, শ্রীলংকা ও পাকিস্তানের মতো তারকা ক্রিকেটারদের দেশ থেকে কারো জায়গা হয়নি বর্ষসেরা ওই একাদশে।

বর্ষসেরা একাদশে জায়গা করে দিয়ে মুস্তাফিজ সম্পর্কে আইসিসি তাদের বিজ্ঞপ্তিতে বলেছে ‘সুইং করানোর সামর্থ্য ও চতুর স্লোয়ার বল মিলিয়ে দারুণ এক ওয়ানডে বোলার তিনি।

এদিন টেস্ট ও ওয়ানডে উভয় দলের নাম ঘোষণা করেছে আইসিসি। যার দুটি দলেরই নেতৃত্ব পেয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে টেস্ট একাদশে জায়গা পায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটার।

বর্ষসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা (ভারত), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক), জো রুট (ইংল্যান্ড), রস টেইলর (নিউজিল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড) (উইকেট রক্ষক), বেন স্টোকস (ইংল্যান্ড), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), কুলদীপ যাদব (ভারত), জাসপ্রিত বুমরাহ (ভারত)।

আজকের বাজার/এমএইচ