আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা গতকাল ১লা মার্চ বিকেলে গণভবনে অনুষ্ঠিত হয়েছে।
মনোনয়ন বোর্ডের চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রাশিদুল আলম, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, ড. আব্দুর রাজ্জাক, মো. ফারুক খান, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবুল হাসনাত আব্দুল্লাহসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানায়, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ১৬ জেলার ১২২ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার লক্ষ্যে এ সভা ডাকা হয়।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ গত ২০ ফেব্রুয়ারি নগরীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে দেশব্যাপী পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ৪ মার্চ। মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের তারিখ ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।