আকমলকে নিষিদ্ধ করলো পিসিবি

‘দুর্নীতিবিরোধী নীতিমালা’ভঙ্গের কারনে ব্যাটসম্যান উমর আকমলকে নিষিদ্ধ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। এই নিষেধাজ্ঞার কারন বা মেয়াদ কিছুই জানায়নি পিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়,‘দুর্নীতিবিরোধী আচরণবিধির ৪.৭.১ ধারা অনুযায়ী আকমলকে আজ তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হলো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি। পিসিবি এর বেশি কিছু বলতে রাজি নয়। তাই আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিসিএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স আকমলের বিকল্প খুঁজতে পারে।’ আকমলের বিপক্ষে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে পিসিবি’র দুর্নীতিবিরোধী ইউনিট(এসিইউ)। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।

এসিইউ’র অনুচ্ছেদ ৪.৭.১ অনুসারে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। এই অনুচ্ছেদে বলা আছে, এসিইউ কর্তৃক দুর্নীতির অভিযোগ তোলার আগে বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অন্য কোনো আলামত থাকার কারণে সন্দেহভাজনের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এরপর দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল দোষীর বিপক্ষে আনীত অভিযোগ তদন্ত করে দেখবে। এদিকে, চলতি মাসের শুরুর দিকে লাহোরের ক্রিকেট একাডেমিতে দলের ফিটনেস টেস্টে অংশ নিতে গিয়ে বিদেশী ট্রেনারের সাথে বাজে আচরণ করেন আকমল। ঐ আচরনের পরও শাস্তি এড়িয়েছেন তিনি। পাকিস্তানের জার্সিতে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে এবং ৮৪ টি-২০ ম্যাচ খেলেছেন আকমল। টেস্টে ১,০০৩, ওয়ানডেতে ৩, ১৯৪ এবং টি-২০তে ১, ৬৯০ রান করেছেন তিনি। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান