আগস্টে নতুন ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে ১৯,৬০০০০

দেশে বেড়েই চলেছে ইন্টারনেটের গ্রাহক সংখ্যা। সর্বশেষ শুধু গত আগস্ট মাসেই দেশের নতুন ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে ১৯ লাখ ৬০ হাজারটি। ফলে সারা দেশে ইন্টারনেটের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৮১ লাখ ৩৬ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি এই তথ্য দিয়েছে।

বিটিআরসি’র হিসেবে বলছে, চলতি বছরে আগস্ট মাসেই সবচেয়ে বেশি ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে। তবে এর আগে জুলাই মাসে মাত্র দুই লাখ ৩০ হাজার এবং জুন মাসে ১৭ লাখ ৫৪ হাজার সংযোগ বৃদ্ধি পেয়েছিল।

কমিশনের প্রকাশিত এই প্রতিবেদন অনুসারে আগস্টে ১৯ লাখ ৬০ হাজারের মধ্যে মোবাইল ফোন অপারেটরদের অবদান ১৯ লাখ ৫৯ হাজার। বাকি এক হাজার সংযোগ বৃদ্ধি পেয়েছে ফিক্সড ব্রডব্যান্ড খাতে।

সরকারের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, কার্যকর ফিক্স ব্রডব্যান্ডের কারণে ওয়াইম্যাক্সের সংখ্যা কমছে। তাদের হিসেব বলছে, আগস্ট মাসের শেষে দেশে কার্যকর ফিক্স ব্রডব্যান্ড সংযোগ আছে ৫৭ লাখ ৩৫ হাজার। আর দিনে দিনে কমতে থাকা ওয়াইম্যাক্সে এখনো ৪০ হাজার সংযোগ কার্যকর আছে।

বিটিআরসি’র ওই প্রতিবেদন অনুসারে, আগস্ট মাসের শেষে দেশে কার্যকর মোবাইল সংযোগ দাঁড়িয়েছে ১৬ কোটি ২৫ লাখ ৮৩ হাজার। যার মধ্যে গ্রামীণফোনের অবদান সাত কোটি ৫৬ লাখ। রবি’র আছে চার কোটি ৭৮ লাখ। বাংলালিংকের তিন কোটি ৪৮ লাখ আর রাষ্ট্রায়ত্ত টেলিটক আছে ৪৩ লাখ ৮৭ হাজার কার্যকর সংযোগ নিয়ে।

আজকের বাজার/এমএইচ