আগামী দুই দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে

পবিত্র রমজান মাসে গরমের তীব্রতায় মানুষের হাঁসফাঁস অবস্থা। এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। খবর ইউএনবি।

তিনি বলেন, ‘আগামী দুইদিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে, তবে ১২ থেকে ১৩ মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁ অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজকের বাজার/এমএইচ