আজও রাজধানীতে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা

সরকার ঘোষিত ‘বৈষম্যমূলক’ মজুরিবোর্ড বাতিলের দাবিতে রাজধানীর উত্তরায় আজও বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এই নিয়ে টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে তারা।

মঙ্গলবার, ৮ ডিসেম্বর সকাল থেকে শ্রমিকরা রাজধানী উত্তরার উত্তরখান ও দক্ষিণখান এলাকায় বিক্ষোভ করতে দেখা যায়।

পুলিশ বলছে, সকাল ৯টার দিকে সংশ্লিষ্ট কারখান শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের

বিমানবন্দর মোড়ে জড়ো হওয়ার চেষ্টা করছে। কিন্তু পুলিশ তাদের এ চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে।

পরবর্তীতে পোশাক শ্রমিকরা ওই এলাকার কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে দুপুরে মিরপুরের কালশিতে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধারওয়ার ঘটনা ঘটেছে। এসময় রাস্তার উভয়পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।

পাশাপাশি, পল্লবীর রোকেয়া সরনি এলাকায়ও বিভিন্ন কারখানার শ্রমিকরা সকল থেকে বিক্ষোভ করলেও ওই এলাকায় কয়েক ঘণ্টার জন্য যানচলাচল বন্ধ থাকে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ