আজ সন্ধ্যায় দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-উইন্ডিজ

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ রবিবার (৮ ডিসেম্বর) কেরালার তিরুবনন্তপুরম স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে সফরকারী উইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। প্রথম ম্যাচে বিরাটের অপরাজিত ৯৪ রানের সুবাদে ২০৮ রান তাড়া করে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। এবার তিরুবনন্তপুরমে দ্বিতীয় ম্যাচ জিতলে সিরিজে পকেটে পুরে ফেলবে মেন ইন ব্লু।

তিরুবনন্তপুরমে মাঠে শেষ টি-টুয়েন্টি ম্যাচ হয়েছে ২০১৭ সালে। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। বৃষ্টির কারণে সেই ম্যাচ কমে ৮ ওভারে করা হয়। যেখানে ভারত ৬ রানে ম্যাচ জিতেছিল।

আবহাওয়া অফিস সূত্রে দিনভর হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও ক্রিকেট ফ্যানেদের জন্য় খুশির খবর ম্যাচ শুরুর মুহূর্তে আকাশের মেঘ পরিষ্কার হবে। দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

উইন্ডিজের একাদশে আজ একটি পরিবর্তন আসতে পারে। দলে ঢুকতে পারেন নিকোলাস পুরান। অন্যদিকে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামার সম্ভাবনা স্বাগতিকদের।

আজকের বাজার/আরিফ