আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ইরফান পাঠান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইরফান পাঠান। ক্রিকেটের সবক’টি থেকেই বিদায় নিলেন এই অল রাউন্ডার।

শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলি টি-তোয়েন্টি ট্রফিতে। বাঁহাতি এই পেসার ২০০৩ সালে ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করেন। যদিও দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে থেকেছেন তিনি। এরপর থেকে বেশ কিছু সময় জম্মু-কাশ্মীর ক্রিকেট দলের মেন্টরের ভূমিকাও পালন করেন পাঠান।

ইরফান পাঠান একমাত্র খেলোয়াড়, যিনি একদিনের ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে অনুর্দ্ধ-১৯ দলের হয়ে ১৬ রানে ৯ উইকেট নেন এই পেসার।

টেস্টের প্রথম ওভারে হ্যাটট্রিক নেওয়া একমাত্র বোলার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি টেস্টে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।ইরফান পাঠান প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টি-টোয়েন্টিতে ৪ উইকেট নেন মাত্র ২৭ রানের বিনিময়ে।

ইরফান পাঠান একমাত্র এশিয়ান খেলোয়াড় যিনি ডাব্লুএইচএ-র একটি টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার অর্জন করেছিলেন। ২০০৮ সালে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে তিনি এই পুরষ্কার পান।২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই ছিলেন ম্যান অফ দ্য ম্যাচ। ফাইনালে ৩ উইকেট নিয়ে চুরমার করে দিয়েছিলেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।

ক্রিকেটে তিনিই প্রথম যিনি দ্রুততম ১০০ উইকেট নিয়েছিলেন।

আজকের বাজার/আরিফ