আন্দোলন ও নির্বাচনে পরাজিতদের নতুন কিছু করার আছে বলে বিশ্বাস করি না: কাদের

আন্দোলন ও নির্বাচনে পরাজিত বিএনপি ও তাদের জোট সঙ্গী ঐক্যফ্রন্টের এখন আর নতুন কিছু করার আছে বলে বিশ্বাস করেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত তাদের নতুন কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করবে না। বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না, আমরাও করি না।’

বুধবার সকালে নতুন মন্ত্রিসভার সদস্যদের সাথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতে যাওয়ার পথে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরি ঘাটে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘বিরোধীরা ১০ বছরে ১০ মিনিটের জন্য আন্দোলন করতে পারেননি। তারা এখন কী করবেন? তারা যদি রাজনৈতিকভাবে আন্দোলন করেন তবে আমরা রাজনৈতিকভাবে জবাব দেব।’

এসময় জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টার দিকে নতুন মন্ত্রিসভার সদস্যদের গাড়িবহর শিমুলিয়া ঘাটে এসে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা ফেরিত উঠে উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে টুঙ্গিপাড়ার পথে রওনা দেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ