আফগানিস্তানের যুদ্ধ: জনসাধারণকে ভুল তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা

ওয়াশিংটন পোস্টের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা আফগানিস্তানের ১৮ বছরের যুদ্ধ সম্পর্কে জনসাধারণকে ভুল তথ্য দিয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আফগানিস্তানের যুদ্ধ নিয়ে অত্যধিক আশাবাদী ছিলেন যা তারা নিজেরাও জানতেন যে সঠিক নয়।

আফগানিস্তানের সহিংসতা জয় করা সম্ভব নয় এই তথ্যও তারা গোপন রাখেন। ওয়াশিংটন পোস্টের ঐ প্রতিবেদনে আরও জানানো হয়, সরকারের ঐ নথিতে প্রায় ৪০০ জন জ্যেষ্ঠ সামরিক ও সরকারের সদস্য রয়েছেন যারা আফগানিস্তান সম্পর্কে সীমাহীন সমালোচনা করেছেন এবং বলেছেন যুক্তরাষ্ট্র এই দুই দশক ধরে চলতে থাকা যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।খবর ভিওএ।

আজকের বাজার/লুৎফর রহমান