আফগানিস্তানে ১৮ আইএস জঙ্গি নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) প্রতি অনুগত থাকা ১৮ জঙ্গি নিহত এবং তাদের একটি আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে।

রোববার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শনিবার নানগারহারের নাজইয়ান জেলায় আফগান প্রতিরক্ষা বাহিনী এক বিমান হামলা চালায়। এতে আইএসের সাথে সম্পৃক্ত ১৮ যোদ্ধা মারা গেছেন।

এ ঘটনায় বেসামরিক ব্যক্তিদের জানমালের কোনো ক্ষতি হয়েছে কিনা তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। সেই সাথে ওই এলাকায় সক্রিয় থাকা আইএস যোদ্ধারাও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

রাজধানী কাবুলের ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই পাহাড়ি প্রদেশে প্রায়ই নিরাপত্তা বাহিনীর সাথে আইএস জঙ্গিদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থেকে বাঁচতে হাজার হাজার গ্রামবাসী পালিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। তথ্যসূত্র-ইউএনবি

আজকের বাজার/এমএইচ