আবারও ফেসবুক থেকে ব্যবহারকারীর তথ্য ফাঁস!

আবারও ফেসবুক থেকে ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। মাত্র দিন কয়েক আগে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য কেলেঙ্কারির ঘটনার রেষ কাটতে না কাটতেই আবারও ৩০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে।

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সাময়িকী নিউ সায়েন্টিস্টের এক প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনেট এসব তথ্য জানায়।

সিনেট এক প্রতিবেদনে জানায়, কেমব্রিজ ইউনিভার্সিটির এক গবেষণার কাজে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা হয়। ৩০ লাখ ব্যবহারকারীর তথ্য বিশ্ববিদ্যালয়টির একটি নিজস্ব ওয়েব পোর্টালে গবেষকদের জন্য রাখা হয়। সেই পোর্টালে প্রবেশের জন্য ইউজারনেম ও পাসওয়ার্ডের ব্যবস্থা ছিল। তবে শিক্ষার্থীদের মধ্যে অজ্ঞাত কেউ সে পাসওয়ার্ড ও ইউজারনেম অনলাইনে ছড়িয়ে দেন। এখন প্রায় সব সার্চ ইঞ্জিন দিয়ে ওয়েবে সে তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে। গত সোমবার তথ্য ফাঁসের ঘটনাটি প্রকাশ পায়।

ফেসবুকের পণ্য অংশীদারিত্বের প্রধান আইম আর্চিবং এক বিবৃতিতে বলেছেন, তথ্য ফাঁসের ঘটনাটি ফেসবুক তদন্ত করছে। সন্দেহের ভিত্তিতে ফেসবুক ইতিমধ্যে এমন আরও ২০০টি অ্যাপ বাতিল করেছে।

আজকের বাজার/একেএ