আবারও সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করলো তুরস্ক

আবারও সিরিয়ার এল-৩৯ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, মঙ্গলবার ইদলিব প্রদেশে তুর্কি এফ-১৬ জেট বিমানের আঘাতে এল-৩৯ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। বিমানটি ভূপাতিত করা ‘অপারেশন স্প্রিং শিল্ড’র একটি অংশ।

এছাড়া  গত ২৪ ঘণ্টায় অপারেশন স্প্রিং শিল্ডের আওতায় ৩২৭ সিরিয়ান সেনাকে হত্যা করা হয়েছে, একটি যুদ্ধবিমান, একটি ড্রোন, ছয়টি ট্যাংক, পাঁচটি রকেট লঞ্চার এবং ২টি বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবিও করেছে তুরস্ক। এর আগে, রোববার সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর দুটি সুখোই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে তুরস্ক। মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে বলা হয়েছিল, আমাদের বিমানে হামলার পরেই আসাদ সরকারের দুটি সুখোই যুদ্ধবিমান-২৪ ভূপাতিত করা হয়েছে।

আজকের বাজার/এ.এ