আমি নয়, রোহিতই পারে লারার রেকর্ড ভাঙতে

পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নার যখন ৩৩৫ রানে অপরাজিত, তখন সবার চিন্তাতেই ছিলো লারার ৪০০ রানের রেকর্ড। এই বুঝি লারার রেকর্ড ভেঙে দিলেন ওয়ার্নার। কিন্তু সবাইকে অবাক করে ইনিংস ঘোষণা করে দেন অজি অধিনায়ক টিম পেইন।
টিম পেইনের এমন সিদ্ধান্তে হতচকিত ক্রিকেট বিশ্ব। টিম পেইন এমনটা না করলেও পারতেন। অন্তত ওয়ার্নারকে সুযোগ দেয়া উচিৎ ছিলার লারার রেকর্ড ভাঙার।

সবাই পেইনের ওপর ক্ষিপ্ত হলেও ওয়ার্নার মোটেও মনঃক্ষুণ্ন নন। তিনি মনে করেন তিনি, লারার রেকর্ড ভাঙার ক্ষমতা রাখেন না। যদি কেউ পারেন, তিনি হলেন শুধুমাত্র ভারতের রোহিত শর্মা।

ওয়ার্নার বলেন, আমাদের মাঠগুলো অনেক বড়। সেখানে বাউন্ডারি মারা সবসময় সম্ভব হয়ে ওঠে না। শরীর ক্লান্ত হয়ে গেলে চালিয়ে খেলা আর সহজ থাকে না। শেষের দিকে আমি দুই রান নিচ্ছিলাম। বাউন্ডারি মারতে পারবো, এটা আমার মনেও হচ্ছিল না।

লারার রেকর্ড ভাঙার ব্যাপারে ওয়ার্নার বলেন, কোনো একজন ক্রিকেটারের নাম যদি বলতেই হয়, তাহলে আমি রোহিত শর্মার কথাই বলব। একমাত্র রোহিতই পারে ব্রায়ান লারার রেকর্ড ভাঙতে।

আজকের বাজার/আরিফ