আমি বলার আগে কিছুই জানতো না বিসিবি বলেন: সাকিব

সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। এর পর থেকে ভক্ত সমর্থকদের ভালোবাসা, সমর্থনে সিক্ত সাকিব আল হাসান কৃতজ্ঞ সমর্থকদের প্রতি।

আজ নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়ে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সাকিব। নিশ্চিত করেছেন তার সাথে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট এর যে সাক্ষাৎ হয়েছিলো তা খুবই গোপনীয় ছিলো।

এই ব্যাপার কেবল তিনি নিজেই জানতেন বলে জানিয়েছেন তিনি। বিসিবি এই ব্যাপারে জানতে পারে সাকিব দিনকয়েক আগে তাদের জানালে। বিসিবি সাকিবকে এই ব্যাপারে সাহায্যও করছে। সাকিব বিসিবির প্রতি কৃতজ্ঞ বলেও জানান।

এক ফেসবুক বার্তায় সাকিব বলেছেন, বিসিবি বরং নিষেধাজ্ঞার ব্যাপারটি জানার পর থেকেই সমর্থন দিয়ে আসছে, “আমি এটা পরিষ্কার করে বলতে চাই, আইসিসির দুর্নীতি দমন ইউনিটের পুরো তদন্ত ছিল গোপন, এবং শাস্তি ঘোষণার কয়েকদিন আগে আমি বলার পরই বিসিবি এ ব্যাপারে জেনেছে। এরপর থেকেই বিসিবি আমাকে সমর্থন দিয়ে যাচ্ছে, আমার পরিস্থিতি বুঝতে পারছে। এ কারণে আমি কৃতজ্ঞ।২০২০ সালে আবারো মাঠের ক্রিকেটে ফেরাটায় সাকিবের ভাবনাজুড়ে।

আজকের বাজার/আরিফ