আরও এক সপ্তাহ বাড়লো দেশের পুঁজিবাজার বন্ধের মেয়াদ

দেশে করোনা ভাইরাসের প্রকোপ রোধে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। পরবর্তীতে ছুটির মেয়াদ বাড়িয়ে ৪ এপ্রিল থেকে বাড়িয়ে ৯ এপ্রিল করা হয়েছে। ফলে আরও এক সপ্তাহ বাড়লো দেশের পুঁজিবাজার বন্ধের মেয়াদ।

কারণ বর্ধিত এই ৫ দিনের পাশাপাশি সপ্তাহিক ছুটিসহ মোট ১১ এপ্রিল (শনিবার) পর্যন্ত দেশের দুই পুঁজিবাজার বন্ধ থাকছে। সরকারি ছুটির আলোকে নতুন করে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের দুই পুঁজিবাজারে লেনদেন ও অফিশিয়াল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ২৯ থেকে ৪ এপ্রিল পর্যন্ত করোনার কারণে বন্ধ করে। বাকি দিনগুলো হচ্ছে সাপ্তাহিক ছুটি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জনপ্রশাসন বিভাগ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত চলমান ছুটি আরও ৫ দিন বাড়ানোর ঘোষণা দেয়। ফলে আগামী ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বেড়েছে। তবে ১০ ও ১১ তারিখ সাপ্তাহিক ছুটি হওয়ায় অফিস খুলবে ১২ এপ্রিল।

আজকের বাজার / এ.এ