আর্জেন্টিনাকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপের জোড়া গোলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হারতে হয়েছে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটিকে।

শনিবার  (৩০ জুন) রাশিয়ার কাজানে দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে প্রথমদিকেই এগিয়ে যায় দিদিয়েরে দেশমের শিষ্যরা। পেনাল্টির মাধ্যমে গোল করেন ফ্রান্সের আঁতোয়া গ্রিজম্যান।

তবে ম্যাচের ৪১তম মিনিটে সমতায় ফেরান আর্জেন্টিনার হয়ে খেলা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতায় নিয়েই বিরতিতে যায় হোর্হে স্যাম্পাওলির শিবির।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড পায় মেসির দল। ৪৮ তম মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি কিকের থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন গ্যাব্রিয়েল মার্কাদো। মেসির বাঁ পায়ের শট মার্কাদোর পায়ের টোকায় ঢুকে যায় জালে।

চার মিনিট পর ফের গোল। এবার ফ্রান্সের ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড গোল করেন। স্কোর ২-২। তবে ৬৪ ও ৬৮ তম মিনিটে পর পর দুটি দুর্দান্ত গোল দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এমবাপে।

এর পর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে শেষদিকে সুযোগ পেয়েও চান্স মিস করেন মেসি। অতিরিক্ত সময়ে গোল দিয় ব্যবধান কমান আর্জেন্টিনার হয়ে খেলা ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। শেষ পর্যন্ত ৪-৩ গোলে ম্যাচটি জিতে নেয় ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

আরএম/