আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের প্রথম স্থান অর্জন

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার বার্ষিক কর্মসম্পাদন ২০১৮-২০১৯ এর মূল্যায়ন পর্যালোচনায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। গত ০৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বিআইসিএম এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সরকারি বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়ন পর্যালোচনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০১৮-২০১৯ এ ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের মূল্যায়ন শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আসাদুল ইসলাম বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট এর নির্বাহী প্রেসিডেন্ট( ভারপ্রাপ্ত) জনাব নিতাই চন্দ্র দেবনাথ, এফসিএমএ এর হাতে প্রথম স্থান অর্জনের সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। বিআইসিএম বার্ষিক কর্মসম্পাদন এর মূল্যায়নে ৯৬.৮৫ স্কোর করে প্রথম স্থান অর্জন করেছে। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।