আলাস্কায় বিমান সংঘর্ষে নিহত পাঁচ, আহত ১০

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি উভচর বিমানের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এছাড়া আহত ১০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উভচর বিমান দুটি প্রমোদতরী থেকে যাত্রী বহনকালে এ দুর্ঘটনা ঘটে। খবর বাসস।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রমোদতরী রয়্যাল প্রিন্সেসের এক বিবৃতিতে বলা হয়, বিভার ও অটার নামক বিমান দুটি ১৬ যাত্রী নিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় দুপুর ১টার দিকে সংঘর্ষ ঘটে। নিহতদের চারজন যাত্রী ও একজন পাইলট।

কোস্টগার্ড জানায়, এই ঘটনায় নিখোঁজ তিন জনের সন্ধানে জর্জ ইনলেটের কাছে তল্লাশী চালানো হচ্ছে। তল্লাশী ও উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও নৌযান মোতায়েন করা হয়েছে।

আজকের বাজার/এমএইচ