আহমেদ ইমতিয়াজ বুলবুলের ইন্তেকালে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বীর মুক্তিযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বিশিষ্ট সংগীত পরিচালক, একুশে পদক প্রাপ্ত সুরকার বুলবুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।

দেশের সংগীতাঙ্গনে তার অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ‘ইমতিয়াজ বুলবুলের ইন্তেকালে দেশের অপূরণীয় ক্ষতি হলো। সংগীতের ক্ষেত্রে তার অবদান মানুষ কখনো ভুলবেনা।’

রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ইমতিয়াজ বুলবুল আজ সকালে রাজধানীর আফতাবনগরের বাসায় হার্ট অ্যাটাক হলে ভোর সাড়ে ৫টায় মহাখালীতে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি জাতীয় চলচ্চিত্র পদক এবং রাষ্ট্রপতি পদক লাভ করেন। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ