ইউক্রেনের উপর চাপ প্রয়োগ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কুটনীতিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তদন্তকারিদের বলেছেন , তিনি এটা বিশ্বাস করতে বাধ্য হন যে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য বাবদ প্রায় চল্লিশ কোটি ডলার অবমুক্ত করা হবে না যে পর্যন্ত না কিয়েভ সরকার প্রকাশ্যে বলে যে তারা ট্রাম্পকে রাজনৈতিক ভাবে সাহায্য করতে তদন্ত কাজ শুরু করবে।

আজই প্রকাশিত একটি সংশোধিত স্বাক্ষ্যে , ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড , প্রতিনিধি পরিষদে অভিশংসন বিষয়ক তদন্তকারিদের বলেন যে তিনি ওয়ারস’ তে ১লা সেপ্টেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির একজন সহকারীকে সতর্ক করে দেন যে যুক্তরাষ্ট্রের সাহায্য প্রদান সে পর্যন্ত আবার শুরু হবে না যে পর্যন্ত না ইউক্রেন প্রকাশ্যে দূর্নীতি বিরোধী সেই প্রতিবেদনটি প্রকাশ করে যা নিয়ে আমরা কয়েক সপ্তা ধরেই কথা বলছি।

প্রেসিডেন্ট ট্রাম্পের ২০১৭ সালের অভিষেক অনুষ্ঠানের একজন প্রধান দাতা সন্ডল্যান্ড , জেলেন্সকিকে জুলাই মাসের শেষের দিকে ট্রাম্পের টেলিফোন করা প্রসঙ্গে বলেন যে , ট্রাম্প এই দাবি করেন যে ইউক্রেন যেন সেখানকার প্রাকৃতিক গ্যাস কোম্পানিতে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বি , ডেমক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন প্রার্থি জো বাইডেন এবং তাঁর ছেলে হান্টার বাইডেনের কাজ সম্পর্কে তদন্ত করে এবং ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনের ব্যাপারে ইউক্রেন কোন হস্তক্ষেপ করে থাকলে তা যেন হোয়াইট হাউজকে জানায়।

কয়েক সপ্তা ধরেই ট্রাম্প এ কথা অস্বীকার করে আসছিলেন যে ইউক্রনের সঙ্গে কোন দেওয়া নেওয়ার সম্পর্ক ছিল মানে রাজনৈতিক তদন্তের বিনিময়ে সামরিক সাহায্য প্রদান তবে জেলেন্সকির সহকারীর সঙ্গে আলোচনার ব্যাপরে সন্ডল্যান্ডের এই সাক্ষ্য প্রদান , ট্রাম্পের অস্বীকৃতিকে নাকচ করে দেয়। তবে কয়েক সপ্তা ধরে সামরিক সহায়তা বন্ধ রাখার পর , ট্রাম্প সেটি অবমুক্ত করেন যখন কিয়েভ সরকার দেশের পুর্বাঞ্চলে রুশ পন্থি বিচ্ছিন্নতাবাদিদের বিরুদ্ধ লড়াই করতে এই সাহায্য চায়।তথ্য: ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান