ইউটিউবে ট্রাম্পের চ্যানেল সাময়িকভাবে বন্ধ : সরিয়ে দেয়া হয়েছে ভিডিও

গুগুল মালিকানাধীন ইউটিউব মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চ্যানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তাদের নিয়ম ভেঙে সন্ত্রাসকে উস্কে দেয়ার অভিযোগে তার একটি ভিডিও সরিয়ে দেয়া হয়েছে।
ইউটিউবের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য সহিংসতার আশংকায় আমরা ডোনাল্ড ট্রাম্পের চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও সরিয়ে দিয়েছি।
বিবৃতিতে আরো বলা হয়, চ্যানেলটিতে সাময়িকভাবে নতুন কোন কিছু আপলোড করা যাবে না। এ নিষেধাজ্ঞা অন্তত আগামী সাত দিন বহাল থাকবে।