ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের(সেপ্টেম্বর৩০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন অনুমোদনের প্রক্ষিতে তা প্রকাশ করা হয়।
আলোচিত প্রান্তিকে ব্যাংকটি সমন্বিত ইপিএস হয়েছে ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ১টাকা ২৫পয়সা । আর আলোচিত সময়ে এককভাবে হয়েছে ৭০পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৭ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক (জানুয়ারি’১৮-সেপ্টেম্বর’১৮) মিলিয়ে ইপিএস হয়েছে ১টাকা ৭৮পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫০ পয়সা।

৩০সেপ্টেম্বর ২০১৮ তারিখে এককভাবে শেয়ার প্রতি পকৃত সপম্পদ্মুল্য দাড়িয়েছে ২৫ টাকা ৮৭পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৫ টাকা ৮ পয়সা।
অন্যদিকে তিনপ্রান্তিকে (জানুয়ারী১৮ – সেপ্টেম্বর ১৮) শেয়ার প্রতি স্মমিলিত নীট সম্পদ মূল্য ২৬টাকা ২৭পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৫টাকা ৩৮ পয়সা।