ইতালিতে করোনাভাইরাসে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু

ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য অধিদফতর এই মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে। দেশটিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা এটি।

মৃত নারী দেশটির লম্বার্দি অঞ্চলের বাসিন্দা ছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এর আগে শুক্রবার ৭৭ বছর বয়সী এক ব্যক্তিও মারা যান। তিনি ভেনেটো অঞ্চলের কাছেই পদুয়ার বাসিন্দা ছিলেন।

এদিকে দেশটির উত্তরাঞ্চলীয় ১০টি শহরে এক সপ্তাহের জন্য জনসমাগমস্থল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

প্রাণঘাতী এ ভাইরাস এরইমধ্যে ছড়িয়েছে ২৯ দেশে। আক্রান্ত হয়েছে প্রায় ৭৭ হাজার লোক। বিশ্বে এ ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৬০ জনে, যাদের মধ্যে ১৫ জন ছাড়া বাকি সবার মৃত্যু ঘটেছে চীনে।

মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও লেবাননেও এই ভাইরাসে প্রথম সংক্রমণের খবর পাওয়া গেছে। চীনের বাইরে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইরানে চার জনের মৃত্যুর পর এমন উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় একদিনেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০৪ জন।

ভাইরাসের বিস্তার ঠেকাতে চীনের পাশাপাশি অন্যান্য দেশ কঠোর ব্যবস্থা নেয়ার পরও থামছে না মৃত্যুর মিছিল।

আজকের বাজার/এমএইচ