ইন্দোনেশিয়ায় ৫ শতাধিক পর্বত আরোহী উদ্ধার

ইন্দোনেশিয়ায় ৫ শতাধিক পর্বত আরোহীকে দেশটির একটি আগ্নেয়গিরি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।

মঙ্গলবার (৩১ জুলাই) জাতীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা একথা জানিয়েছেন। একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসের ঘটনায় তারা সেখানে আটকা পড়েছিল।

সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, তারা সকলে নিরাপদে ও ভাল রয়েছে।

খবরে বলা হয়, রোববার ভোরে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাউন্ট রিনজানি আগ্নেয়গিরিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে সেখানে এসব পর্বত আরোহী আটকা পড়ে। প্রতি বছর সেখানে হাজার হাজার পর্যটক বেড়াতে আসে।

আটকা পড়া পর্যটদের মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ড ও থাইল্যান্ডের নাগরিক রয়েছে।

আজকের বাজার/একেএ