ইভিএমএ ভবিষ্যতে আর কোনো নির্বাচন নয়: দুলু

ইভিএম এর মাধ্যমে ভবিষ্যতে আর কোনো নির্বাচন করতে দেয়া হবে না বলে মঙ্গলবার মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন,‘ডিজিটাল কারচুপির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার রিহার্সেল হিসেবে এবারের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম)ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে ইভিএম এর মাধ্যমে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।’ নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকায় এক স্মরণ সভায় এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা। অ্যাডভোকেট আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, দেওয়ান শাহীন প্রমুখ বক্তব্য দেন।

বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলীর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি। প্রসঙ্গত, ইভিএম এর মাধ্যমে গত শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়ালকে পরাজিত করে যথাক্রমে জয়ী হন আওয়ামী লীগের ফজলে নূর তাপস(দক্ষিণ)ও আতিকুল ইসলাম(উত্তর)। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান