ইরাকে ভোটবাক্সের গুদামে অগ্নিসংযোগ, গ্রেফতার ৪

ইরাকে ভোটবাক্সের (ব্যালট-বক্স) একটি গুদামে অগ্নিসংযোগের অভিযোগে ৩ পুলিশকর্মীসহ ৪ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। খবর আল জাজিরা’র।

অভিযুক্তদের মধ্যে দেশটির স্বাধীন উচ্চ নির্বাচন কমিশনের ১ জন কর্মচারীও রয়েছেন।

আল জাজিরা’র খবরে বলা হয়, ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত গুদামটিতে গত মে মাসে হওয়া জাতীয় নির্বাচনের ভোটবাক্সগুলো জমা করে রাখা হয়েছিল। রোববার গুদামঘরটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এই ঘটনাকে ইরাক ও ইরাকের গণতন্ত্রের ক্ষতি করার একটি ষড়যন্ত্র বলে বর্ণনা করেন।

মে মাসের নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠার পর গত সপ্তাহে পার্লামেন্ট নির্বাচনের ১ কোটি ১১ লাখ ভোট পুনরায় গণনা করার বিষয়ে একটি প্রস্তাব পাস করে।

ওই প্রস্তাব পাস হওয়ার পরই গুদামঘরটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজকের বাজার/একেএ